সোনারগাঁয়ে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধের ষিয়ে গনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

499

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধের বিষয়ে গনসচেতনতা মুলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার নতুন সেবা জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার মোঃ ইকবাল হোসেন।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সোনারগাঁ উপজেলার সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ শাহজাহান খান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, সহ-সভাপতি মোঃ লিটুল, মোসলেউদ্দিন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ হানিফ, নির্বাহী সদস্য সাংবাদিক মাসুম মাহমুদ, আতিকুর রহমান, জগদীস বাবু, শাহজালাল প্রমুখ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সোনারগাঁ শাখার সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ঔষধ দোকানের বিক্রেতারা অংশ নেন।

প্রধান অতিথি বলেন, নকল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ আপনারা আপনাদের কোন প্রতিষ্ঠানে রাখবেন না। আপনারা যারা সেবা মুলক প্রতিষ্ঠান হিসাবে মানুষের সেবা করিতেছেন, সে সেবায় যেন কোন রকম কোন ভুলত্রুটি না থাকে। মেয়াদোত্তীর্ণ কোন ঔষধ যদি কোন কোম্পানী নিতে অনাগ্রহী হয় তাহলে আপনারা নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার বরাবর আবেদন করিবেন। তার পরিপ্রেক্ষিতে আপনাদের পক্ষ হয়ে সরকারীভাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।