আওয়ামী মৎসজীবীলীগ এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

461

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুলাই) শহরের হাজীগঞ্জ আইইটি স্কুল এলাকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মো. জানে আলম সেলিমকে ঢাকা বিভাগীয় উপ-কমিটিতে রাখায় তাকে জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সহ সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ সভাপতি এস.এম. তাজউদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. আমান উল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহতাব হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মো. জনি, যুগ্ম সম্পাদক মো. আলম শেখ, নারায়ণগঞ্জ থানা কমিটির সাধারন সম্পাদক আরিফ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ ও রুবেল, প্রচার সম্পাদক উৎপল সূত্রধর, কার্যকরী সদস্য সজিব সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির নেতা আব্দুল জলিল, অর্থ সম্পাদক মো. কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া আক্তার, ফতুল্লা মডেল থানা কমিটির সম্পাদক হাজী মো. শফিকুল ইসলাম, যুগ্ম nতোফাজ্জল হোসেন মীর, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, মো. আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক হাজী ইয়াসিন, ক্রীড়া সম্পাদক মনিরুল হাাসান দিপু, ফতুল্লা থানা কমিটির নেতা মো. লোকমান, বন্দর থানা সভাপতি মো. আব্দুল কাদির খান, ৬নং ওয়ার্ড সবাপতি মো. শরীফ হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি মো. মনিরুজ্জামান, ৮নং ওয়ার্ড সভাপতি মো. আরেফিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা কমিটির সভাপতি হাজী মো. আফজাল হোসেন। সঞ্চালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মো. শাহ আলম সাইদ।
এসময় জেলা সভাপতি মো. জানে আলম তার বক্তব্যে বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আমাদের একসাথে কাজ করতে হবে। তিনি এ কাজে সকল নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।