দোয়ারাবাজার উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

390

মোঃ নুরুজ্জামান, সুনামগঞ্জঃ দোয়ারাবাজার উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার নেতৃত্বে এই ত্রান বিতরন করা হয়।
শুক্রবার সকাল থেকে দিনভর উপজেলার বন্যা কবলিত সুরমা ইউনিয়নের ভুজনা, উমরপুর, কালিকাপুর, কদমতলী,নুরপুর, সোনাপুর, দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাছিমপুর, মুরাদপুর, ও মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামে বন্যা কবলিত হতদরিদ্র পরিবারের মাঝে নৌকাযোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার চিড়া, চিনি, ডাল, নোডলস, লবন, সয়াবিন তৈল, চাউল, বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তাপস শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আম্বিয়া আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপসহকারী প্রকৌশলী রাজু চন্দ্র পাল, উপজেলা নির্বাহী অফিস কার্যালয় নাজির মোঃ আব্দুস শহিদ, দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।