নিজস্ব প্রতিনিধিঃ মোঃ আতাউর রাহমান আতা বলেন পুলিশ সুপার হারুন অর রশিদকে তথ্য দিলে ১ ঘন্টায় শত মাদক কারবারি সেবনকারি গ্রেফতার হবেন নারায়ণগঞ্জ থেকে। আতা সামাজিক মাধ্যম ফেইচ বুকের মাধ্যমে এই স্টাটাস দিয়েছেন। তাই সাংবাদিক মহলের দাবী অতিসত্তর আতা থেকে তথ্য নিয়ে সমাজ ধ্বংসকারী মাদক কারবারি সেবনকারি সাংবাদিকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহবান করেছেন।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটিও নারায়নগঞ্জ জেলার বর্তমান সুযোগ্য পুলিশ সুপার হারুন অর রশিদ সাহেবকে বিশেষভাবে অনুরোধ করেন যে,বিশিষ্ট সাংবাদিক মানবাধিকার কর্মী আতাউর রহমান থেকে তথ্য নিয়ে সমাজের কুলাঙ্কার ও সমাজ ধ্বংসকারী মাদক কারবারি সেবনকারি সাংবাদিকদের গ্রেফতার করিবেন। তার সাথে আতা সাহেবকে সম্মানিত বা পুরুস্কৃত করিবেন।