অভয়নগর প্রতিনিধি: অভয়নগরে ‘ধর্ষণরে রিরুদ্ধে পতিবাদ নয় প্রতিরোধ এ শ্লোগান কে প্রতিপাদ্য করে নওয়াপাড়ায় সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় গেটে যশোর-খুলনা মহা সড়কের পাশে ধর্ষণ বিরোধী মানববন্ধনের আয়োজন করেন কয়েকজন রেনেসা, ব্লাড ব্যাংক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী। অভয়নগর বাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি শনিবার ১৩ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণ কারীদের হাতে ছিল ধর্ষণ বিরোধী নানা শ্লোগান লেখা প্ল্যার্কাড। মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নারী ও শিশু আজ নিরাপদ নয়, এই অপোরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই ঘরে বসে নয় আসুন, রাজপথে নেমে এই আন্দোলন কে বেগবান করে তুলি। কর্মসূচিতে অংশ গ্রহণ কারীরা ধর্ষণ মামলা গুলো দ্রুত বিচারে দাবি জানান। মানববন্ধনে অংশ নেন বিশিষ্ট্য শিক্ষক সুনীল দাস, সাংবাদিক হারুনার রশিদ সহ নওয়াপাড়া রেনেসা, ব্লাড ব্যাংক, সংস্কৃতিক সংগঠন কর্মী, এনজিও কর্মী সহ এলাকার সাধারণ জনগণ।