শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

405

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই কলেজ শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনে মোগরাপাড়া-শম্ভুপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার উপজেলার হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রী কলেজে। ভুক্তভোগী শিক্ষক আব্দুল গনি ও নাছির উদ্দিন দু’জনই কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদেরসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শম্ভুপুরা ইউনিয়নের মুগারচর এলাকায় সহকারী অধ্যাপক আব্দুল গনির সাথে অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে স্থানীয় অটোরিক্সা চালক রাজা মিয়ার কথা কাটাকাটি হয়। এসময় অপর শিক্ষক নাছির উদ্দিন এঘটনার প্রতিবাদ করলে অটোরিক্সা চালক রাজা মিয়া তাদের সাথে অকথ্য ভাষায় কথা বলে। এরই একপর্যায়ে দু’জনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অটোরিক্সা চালক রাজা মিয়া। ঘটনার সময় তার আরো দুইজন সহযোগীও ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানায় কলেজ কর্তৃপক্ষ। অটোরিক্সা চালক রাজা মিয়া মুগারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে কলেজের সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করে। বেলা ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনের তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় কলেজের প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর কলেজের সহকারী অধ্যাপক আব্দুল গনি জানান, নাসির উদ্দিনসহ আমাদের দুই শিক্ষককে লাঞ্ছিত করেছে অটোরিক্সা চালক। আমরা অটোচালকের উপযুক্ত বিচার দাবি করছি।

কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনিকভাবে সভা করেছি। তবে কলেজ কমিটির সভায় চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।