জেলা প্রতিনিধি নুরুজ্জামানের আপন চাচা অন্ধ আছদ আলি মৃতুতে সময়ের চিন্তা পরিবারের শোক

513

নিজস্ব প্রতিনিধিঃ সময়ের চিন্তার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নুরুজ্জামানের আপন চাচা অন্ধ আছদ আলি মৃতুতে সময়ের চিন্তা পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক সুলতান মাহমুদ শোক প্রকাশ করেছেন।
দোয়ারা উপজেলার বরকত নগর (বন্দের বাড়ি) গ্রামের অন্ধ আছদ আলি ১৬ই জুলাই রোজ মঙ্গলবার বিকাল ৬ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্না লিল্লাহি……………রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আগামী কাল সকাল ১০টায় সম্পন্ন হবে।