নিজস্ব প্রতিনিধিঃর্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নারায়ণগঞ্জের সানারপাড়ে অননুমোদিত পণ্য উৎপাদনের দায়ে ০১টি প্রতিষ্ঠানকে ০২ লক্ষ টাকা জরিমানা এবং নিষিদ্ধ এমবিএম ব্যবহার করে মাছের খাদ্য উৎপাদনের দায়ে ০১টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সীলগালা এবং ০২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড।র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যা ব শুর“ থেকে যে কোন ধরনের অপরাধ, প্রতারনা মূলক অপরাধ প্রতিরোধ এবং প্রতারক চক্রকে সনাক্ত ও গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এর পাশাপাশি অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নকল প্রসাধনী এবং অন্যান্য সামগ্রীর বির“দ্ধে র্যা ব সব সময় সোচ্চার। অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত করণের সাথে সম্পৃক্তদের প্রায়শই র্যা বের নিয়মিত অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই ২০১৯ তারিখ ১২৩০ ঘটিকা হতে ১৫০০ ঘটিকা পর্যন্ত র্যা ব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি সানারপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাপড় কাচার সাবানে বিএসটিআই অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং অনুমোদন বিহীনভাবে কাপড় কাচার গুড়া সাবান তৈরী করে প্যাকেটে বিএসটিআই এর লোগো ছাপিয়ে বাজারজাত করে আসছে। এছাড়াও বিএসটিআই আইন অনুযায়ী কোন কেমিষ্ট নেই। এই অপরাধগুলো আমলে নিয়ে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম বিএসটিআই আইন ২০১৮ এর ১৫, ১৭ এবং ১৮ এ দোষী সাব্যস্ত করে মেসার্স শহিদ সোপ ফ্যাক্টরী’কে ০২ লক্ষ টাকা জরিমানা এবং ১৫ দিনের মধ্যে বিএসটিআই এর অনুমোদনসহ নীতিমালা অনুযায়ী ফ্যাক্টরী পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন, অন্যথায় উক্ত ফ্যাক্টরী সীলগালা করে দেওয়া হবে। তপু এন্টারপ্রাইজ সরকার কর্তৃক নিষিদ্ধ এমবিএম (গবধষ ইড়হব গবধঃ), ট্যানারী বর্জ্য ইত্যাদি ব্যবহার করে মাছের লুজ খাবার (ঋরংয ঋববফ) তৈরী করে আসছে। এই অপরাধগুলো আমলে নিয়ে র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪, ১১, ১২, ১৪, ১৭, ২০ দোষী সাব্যস্ত করে অপু এন্টারপ্রাইজ সীলগালাসহ ১ জনকে ০১ বছরের বিনাশ্রম ও ০১ জনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত করনের বির“দ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।