ফতুল্লা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স পান্নাসহ ৩জন গ্রেফতার

459

স্টাফ রিপোর্টার: ফতুল্লা মডেল থানা পুলিশ মাদক বিরোধী সাড়াশি অভিযান চালিয়ে দাপা ইদ্রাকপুর রেল লাইন সংলগ্ন এলাকা হতে ১৬০ পুরিয়া হিরোইনসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স পান্নাকে ২ সহযোগীসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পান্নার অপর দুই সহযোগী হলো নাছির ওরুফে গাজী(৩২) ও রওশন আলী(৪৫)।
শুক্রবার দুপুরে ফতুল্লা মডেল থানার এস আই মিজানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তাদের গ্রেফতার করে।
সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিজান ও তার সংগীয় ফোরস এ অভিযান চালিয়ে ফতুল্লা রেলস্টেশন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কথিত সোর্স পান্নাকে তার দুই সহযোগী নাছির ওরুফে গাজী(৩২) ও রওশন আলীকে(৪৫) আটকের তাদের দেহ তল্লাশী করে ১৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। এলাকাবাসীর অভিযোগ, সোর্স পান্না দীর্ঘদিন ধরে নিজেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স পরিচয় দিয়ে ফতুল্লা স্টেশন, খোঁজপাড় এলাকায় টিকি মারা লিটন,সবুজ,চিকনা শাহিন,টুটুল,রওশন আলী, নাছির ওরুফে গাজীকে সাথে নিয়ে বিশাল সিন্ডিকেটের মাধ্যমে মাদকের ব্যবসা করে আসছে। সম্প্রতি সোর্স পান্নাসহ স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় গণমাধ্যমে অনুসন্ধ্যানী সংবাদ প্রকাশ হলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সামনে ফতুল্লা প্রেস ক্লাবের সদস্য মাসুদ আলীকে হত্যার হুমকী প্রদান করে সোর্স পান্না। এ ঘটনায় সাংবাদিক মাসুদ আলী জীবনের নিরপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন।