র‍্যাব -১১’র অভিযানে কাঁচপুর থেকে এক চাঁদাবাজ গ্রেফতার

474

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মোমেন মিয়া (৩৫) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১১’র সদস্যরা। শনিবার (২০ জুলাই) সকালে র‍্যাব-১১’র সিপিএসসি’র বিশেষ অভিযানে কাঁচপুর এস এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন এর উত্তর পাশে লেগুনা স্ট্যান্ড এ কুটি মিয়ার পিঠার দোকানের সামনে রাস্তার উপর পরিবহনে চাঁদাবাজি করার সময় হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ প্রায় দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
একই দিন বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যা ব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যা ব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানার কাঁচপুর মোড় এলকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু ইত্যাদি চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। স্থানীয় চালক ও জনসাধারনের কাছ থেকে জানা যায়, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। গ্রেফতারকৃত মোমেন উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।র‍্যাব-১১’র সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য শনিবার সকালে কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত চাঁদাবাজ আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। চাঁদাবাজ বন্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অনুসন্ধান চালিয়ে ও বিভিন্ন চালকদের সাথে কথা বলে জানা যায়, কাঁচপুর এলাকার পরিবহন সন্ত্রাসী ও চাঁদাবাজ বাবুল মিয়া ও জিয়া ওরফে সোর্স জিয়া ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে গাউছিয়া পর্যন্ত সরকার নিষিদ্ধ লেগুনা চালিয়ে যাচ্ছে। এসকল লেগুনা থেকে প্রতিদিন প্রায় ২০ হাজার টাকা চাঁদা উত্তোলন করছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক চাঁদাবাজীর মামলা রয়েছে।
চাঁদাবাজীর বিষয়ে জানতে চাইলে বাবুল মিয়া ও সোর্স জিয়া বলেন, আমরা চাঁদাবাজীর সঙ্গে জড়িত নই।