বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন খোকা

513

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার দিয়াপাড়া এলাকায় সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কাজল পাল, সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানসহ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এসময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় অপূর্ব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২ কোটি ৫১ লক্ষ টাকায় এই ৪ তলা ভবন নির্মাণ করবেন। আগামী ২০২০ সালের শেষের দিকে এ ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলেও জানা গেছে।