সময়ের চিন্তা ডট কমঃ র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগা হতে পরিবহনে চুাদাবাজির অভিযোগে ০২ জন গ্রেফতার। র্যা ব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। চাঁদাবাজি অপরাধ দমনের লক্ষ্যে র্যাব-১১ চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ জুলাই ২০১৯ খ্রিষ্টাব্দে সকালে র্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা থেকে রাস্তায় চলাচলরত যাত্রাবাহী ব্যাটারী চালিত ইজি বাইক থামিয়ে চাঁদাবাজি করার সময় হাতে-নাতে চাঁদাবাজ ১। মোঃ সোহেল (৪২) পিতা- মৃত চাঁদ মিয়া, সাং- হাবিবপুর ও ২। মোঃ মিজানুর রহমান (৩৮), পিতা-মৃত মোস্তফা, সাং- উলুকান্দি, উভয় থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জদ্বয়‘কে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬,৩২০/- টাকা ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
উপস্থিত স্বাক্ষী, স্থানীয় ব্যবসায়ী ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া এলাকায় চৌরাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু, ব্যাটারী চালিত ইজি বাইক ইত্যাদি চালকদের কাছ থেকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক চালকদের কাছ থেকে গাড়ী প্রতি ৫০/- থেকে ১৫০/- টাকা করে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা এরূপ অপতৎপরতা পূর্বে থেকেই করে আসছে মর্মে স্বীকার করে। তাদের অত্যাচারে যানবাহনের চালক ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে বলে জানা যায়। এছাড়াও স্থানীয় চালক ও জনসাধারনের কাছ থেকে আরোও জানা যায় যে, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। গ্রেফতারকৃত ১। মোঃ সোহেল (৪২) ও মোঃ মিজানুর রহমান (৩৮) উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য অদ্য ২৩ জুলাই ২০১৯ খ্রিষ্টাব্দে সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত চাঁদাবাজ আসামীদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। চাঁদাবাজ বন্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।