স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ বন্দরে সৎভাইয়ের যোগসাজশে অসহায় প্রতিবন্ধী নার্গিস(৩৮)’র সম্পত্তি গ্রাস করতে মরিয়া হয়ে উঠেছে তারই পিতা সোলায়মান। অমানবিক এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। নিরীহ প্রতিবন্ধী নার্গিস স্থানীয় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ও রাজনৈতিক ব্যাক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও কোন প্রতিকার পাচ্ছেনা। বিভিন্ন জনের সহায়তায় প্রতিবন্ধী নার্গির ওই সম্পত্তি অর্থের বিনিময়ে ক্রয় করতে চাইলেও তাতেও অনীহা প্রকাশ করে নির্দয় পিতা ও সৎ ভাই। এদিকে সুবিচার পেতে প্রতিবন্ধী নার্গিস বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর কারণে উলেখিত সৎভাই ও পিতা সোলায়মান নার্গিস ও তার মা ও বোনদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। উলেখিতদের হুমকি-ধামকিতে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছে নার্গিস ও তার মা বোনেরা। এ ব্যাপারে ভুক্তভোগী নার্গিস ও তার মাতা হাজেরা বেগমসহ অন্যরা সবাই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ও জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিনসহ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের আশু হস্তক্ষেপ কামনা করছেন।