বন্দরে আলিফ নামে ১২ বছরের শিশু নিখোঁজ

432

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মোঃ আলিফ নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে থানার বন্দর কবরস্থান রোড এলাকার নিজ বাসভবন হতে বের হলে শিশুটি আর বাড়ি ফেরেনি।এব্যাপারে শিশুটির বাবা মোঃসেলিম বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরি এন্ট্রি করেন। যার নং-১০৪২। তাং-২৪/০৭/১৯ইং। মোঃসেলিম জানান,তার ছেলে আলিফ থানার পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র৷ স¤প্রতি সে অভিমান করে এমন কোন ব্যাবহার করা হয়নি। কিন্তু গত মঙ্গলবার দুপুর ২টায় সে বাড়ি থেকে বের হয়ে নির“দ্দেশ হয়ে যায়। আলিফ বাড়ি থেকে বের হওয়া কালে তার পড়নো ছিলো চেক শার্ট ও নীল জিন্স প্যান্ট।তার উচ্চতা ৪ফুট, মুখমন্ডল গোলাকার ও শ্যাম বর্নের।