সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ চাষাড়ার রেলওয়ের জায়গায় গড়ে উঠা প্রায় ৩০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
২৯ই জুলাই সোমবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পারিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে চাষাড়া রেলগেট এলাকায় অবস্থিত আল-জয়নাল ট্রেড সেন্টারের একাংশ, কাশেম জামালের মালিকানাধীন বেইলী টাওয়ারের অবৈধ অংশসহ বেশ কয়েকটি খাবার হোটেলও ভেঙে দেওয়া হয়। এর মধ্যে বাগান বাড়ি ও চড়ুই ভাতির মতো জনপ্রিয় দুটি খাবার রেস্টুরেন্ট অবৈধ স্থাপনায় আওতায় পড়ায় ভেঙে দেয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল স্টেট অফিসার নজরুল ইসলাম বলেন, এখানে যে সকল দোকান এবং বিভিন্ন স্থাপনা আমরা উচ্ছেদ করেছি এরা সকলেই রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনাগুলো নির্মান করেছে। তাই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ প্রচুর নিরাপত্তা কর্মীও উপস্থিত ছিল।