বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে সাড়ে ৭শ বস্তা নকল সুপার সল্ট লবনসহ কামরুজ্জামান কামরুল(৪০) নামের এক অসাধু লবন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার ১লা আগষ্ট সকালে পুলিশের বিশেষ অভিযানে একে গ্রেফতার করা হয়। ধৃত কামরুল থানার ফরাজিকান্দা এলাকার হাজী নুর মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ৪-০৭-১৯ইং।
মামলার বাদী বন্দর থানার এসআই মোহাম্মদ আলী জানান,বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে থানার আলীনগর এলাকায় গ্লাবার সল্ট ইড্রাষ্ট্রিয়াল নামের এক লবন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় সাড়ে ৭শ বস্তা সুপার সল্ট নামের লবনের সন্ধান মিলে। পরবর্তীতে দেখা যায় প্যাকেটজাত লবনগুলো মুলত খাবার লবনের সাথে ইন্ড্রাষ্ট্রিয়াল লবন মিশ্রিত করে সুপার সল্ট নামে বাজারজাত করছে। এর প্রে¶িতে কারখানার মালিক কামরুজ্জামান কামরুলকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং কারখানায় থাকা ৭’শ ৫০ বস্তা লবন জব্দ করা হয়।
ধৃতকে বৃহস্পতিবার দুপুরেই বিশেষ ক্ষমতা আইনে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।