বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে ৫০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বন্দর ছালেহনগর এলাকার বশির মিয়ার ছেলে সুমন(৩০), ল¶ারচর এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে বাতেন(২৫) ও দড়ি সোনাকান্দা এলাকার গোলাপ মিয়ার ছেলে রিফাত(২৮)।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩ টি মামলা এন্ট্রি করা হয়েছে।
জানা গেছে,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে থানার দড়িসোনাকান্দা এলাকা হতে রিফাতকে ২০ পিছ,সালেহনগর এলাকা হতে এসআই রফিকের নেতৃত্বে সুমনকে ১০পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরাপর অভিযানে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মিরাজের নেতৃত্বে থানার লক্ষ্যারচর এলাকা হতে বাতেনকে ২০পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ধৃতদের বৃহস্পতিবার দুপুরেই মাদক মামলায় নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।