বন্দরে ২’শ ৪০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১,প্রাইভেটকার জব্দ

441

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২’শ ৪০ক্যান বিয়ার ও প্রাইভেটকারসহ ফারুক হোসেন(২৬)কে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গত মঙ্গলবার ৬আগষ্ট বিকেলে মদনপুর দেওয়ানবাগ এলাকা হতে তাকে আটক করলেও পালিয়েছে অজ্ঞাতনামা ড্রাইভার।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

থানা সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার ৬ আগষ্ট বিকেলে ধামগড় পুলিশ ফাড়ীর এসআই নাহিদ মাসুম ও এএসআই কামরুল ইসলামসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানবাগ এলাকা থেকে ঢাকা টু কুমিল্লাগামী একটি সাদা প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১১-৫০০২)কে সিগন্যাল দিলে চালক প্রাইভেটকারটি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়ীতে ভিতরে থাকা কুমিল্লার তিতাশ থানার মঙ্গলকান্দি গ্রামের মৃত মোঃ বাবুল হোসেনের ছেলে ফারুক হোসেনকে আটক করে। এ সময় গাড়ী তল্লাশীকালে ১০ কার্টন (২৪০ ক্যান) স্পেনের রয়েল ঈগল বিয়ার উদ্ধার করা হয়।