নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজে ডেংগু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার

405

বন্দর প্রতিনিধিঃ বন্দরে নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজে ডেংগু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার, র‍্যালি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এ সেমিনার, র‍্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মদ আব্দুল কাদের বক্তব্যে বলেন, ডেংগুর বিষয়ে আতংকিত হবেন না,সচেতন হোন। কেবল সচেতনতাই আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে। এটার কোন ভ্যাকসিন বা টিকা নেই কিন্তু চিকিৎসা আছে। ৩ দিন বা তার বেশি এক জায়গায় পানি জমে থাকলে সেখানে এই এডিস মশা বংশ বিস্তার করে,তাই যেই জায়গাগুলোতে পানি জমে থাকে সেগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও বলেন, সর্বোপরি মশার প্রজননস্থলগুলো পরিষ্কার রাখতে হবে। ডেংগুতে আক্রান্ত হলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এবং এই মেসেজটা সকলকে আপনারা পৌছে দিবেন বলে আমার প্রত্যাশা’।

কলেজের গভর্নিং বডি’র সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মুসলিম প্রধান,অত্র কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন,সামছুল হক,নকুল চন্দ্র মিত্র,নিজামউদ্দিন চৌধুরী,ইয়াসমিন আরা বেগম, আবদুল হান্নান খাঁন,সহকারী অধ্যাপক নাসরীন আহমেদ,মাসুদ পারভেজ,আকতার জাহান,সাহারা সুলতানা,সাইফুল আলম,শফিকুল ইসলাম, রুনা লায়লা,প্রভাষক শাফিকা খন্দকার, কিসমত সুলতানা,সারোয়ার হোসেন, তরিকুল ইসলাম, নার্গিস আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল খায়ের ও সাইফুদ্দিন,সহকারি স্বাস্থ্য পরিদর্শক রাহিমা বেগম প্রমূখ।