দেশ ধ্বংসে ড. কামাল-মান্নারা সমান অপরাধী : মোমিন মেহেদী

427

সময়ের চিন্তা ডট কমঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার পর থেকে ক্রমশ দেশ ধ্বংসে ড. কামাল-মান্নারা সমান অপরাধী। এই তালিকায় কাদের সিদ্দিকী, মুসা বিন শমসেররা যেমন আছেন, তেমন আছেন হাসানুল হক ইনু, ইমরান এইচ সরকার, চরমোনাই পীর আর তথাকথিত আল্লামা সাঈদী, আল্লামা শফির মত শতাধিক শীর্ষ চেতনা ও ধর্মব্যবসায়ী। যারা দেশে সবসময় অন্যায়-অপরাধের রাজত্ব তৈরির চেষ্টায় মত্ত থাকেন। যদি এরা আগামী নির্বাচনের আগে না শুধরায়, তাহলে নতুনধারা বাংলাদেশ এনডিবি দেশের ক্ষতিকারক মানুষের তালিকা করে শ্বেতপত্র প্রকাশ করবে।

২০ আগস্ট বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘দেশের জন্য নতুন প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভাইস চেয়ারম্যান নূর হাসান চৌধুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সকাল চন্দ্র প্রামানিক, হাবিবুল বাসার রাফি, এ্যাড. নিপুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।