সোনারগাঁয়ে মসজিদের ইমামকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা

389

মোঃনুর নবী জনিঃ সোনারগাঁ উপজেলায় দিদারুল ইসলাম নামে এক মসজিদের ইমামকে গলাকেটে হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই মিজানুর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকেরপাড়া এলাকায় বায়তুল জালাল জামে মসজিদের ইমাম দিদারুল ইসলামকে গলাকেটে হত্যার ঘটনায় তার বড় ভাই মিজানুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।