বঙ্গবন্ধু মানেই লাল সবুজের পতাকা–মাহমুদা মালা

447

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান এ্যাড. মাহমুদা মালা বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন নেতাই ছিলেন না তিনি ছিলেন বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধুর আদর্শ আর নেতৃত্ব বিশ্বের মধ্যে বিরল। তাই তাকে রাজনীতির উর্ধ্বে রেখে আমাদের এগিয়ে যেতে হতে হবে। মনে রাখবেন বঙ্গবন্ধু মানেই স্বাধীণতা। বঙ্গবন্ধু মানেই লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু মানেই স্বপ্নের বাংলাদেশ।
শুক্রবার ২৩আগষ্ট বিকেলে ২১নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,১৯৭৫সালের ১৫ই আগষ্ট জাতির পিতা শেখ মুজিবকে হত্যা করে হায়েনার দল ভেবেছিল আ’লীগকে নেতৃত্ব শূণ্য করতে পারবে। কিন্তু তাদের মিশন ব্যর্থ হয়েছে। তারপরও একবার নয় বার বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। রাখে আল্লাহ মারে কে? দীর্ঘ আন্দোলণ সংগ্রামের মধ্য দিয়ে মানবতার বাতিঘর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। বাংলাদেশে তিনিই একমাত্র নেত্রী যিনি বঙ্গবন্ধুর পর দেশকে অত্যন্ত ভালবাসেন। দেশের মানুষকে সন্তানের মত আগলে রাখেন। শেখ হাসিনার নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ গড়ায় প্রত্যয় নিয়ে আমরা তাইতো একসুরে বলি “পিতার হাতে স্বাধীনতা,কন্যার হাতে দেশ,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিচ্ছে তোমায় সোনার বাংলাদেশ।
নাসিক ২১নং ওয়ার্ড আ’লীগনেত্রী রাশিদা বেগমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড আ’লীগনেতা মোঃ সালাউদ্দিন।
বন্দর ইউনিয়ণ ১নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আ’লীগের সদস্য ও বন্দর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদ হোসেন,মহানগর যুব মহিলালীগনেত্রী এ্যাড. চায়না সুলতানা জয়,আ’লীগনেত্রী সালমা,২১নং ওয়ার্ড আ’লীগনেতা মোঃ নাজমুল,কলাগাছিয়া ইউনিয়ণ আ’লীগনেত্রী মাসুদা মেম্বার,কলাগাছিয়া ইউনিয়ণ যুবলীগনেতা মাহমুদুল হাসান জুয়েল,আ’লীগনেতা শুক্কুর মিয়া,লালচান মিয়া,মোঃ জাকির মিয়া,আজিজ,ছৈয়া,আলী হোসেন প্রধাণ,কুদ্দুছ প্রমূখ।
পরিশেষে দুস্থ্যদের মাঝে রান্না করা খিচুরী বিতরন করা হয়।