বন্দরে ইয়াবাসহ মুন্সিগঞ্জের জাহান শরীফ আটক

366

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ১৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ জাহান শরীফ(৪৫) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ২৫আগষ্ট বিকেলে নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা গেছে,গত রবিবার রাতে বন্দর পুলিশ ফাড়ীর এএসআই মোঃ বিরাজ মিয়াসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদে নবীগঞ্জ কবিলের মোড়স্থ চেয়ারম্যান বাড়ী গলির টিটু মিয়ার বাড়ীর সামনে অভিযান চালায়। এসময় মুন্সিগঞ্জের গজারিয়া থানার পুরাচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে জাহান শরীফকে মাদক বিক্রয়কালে ১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করে থানায় সোপর্দ করে।
ধৃতকে সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।