সময়ের চিন্তা ডট কমঃ সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্প নগরীতে অবস্থিত আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে দুই পরিবহন শ্রমিককে ৬ দিন আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। আল মোস্তফা গ্রুপের চেয়ারম্যান, আল মোস্তফা গ্রুপের মালিক মোস্তফা কামালের ছোট ভাই সহ ৫ জনের বিরুদ্ধে গাড়ি চালক মামুন (২৫) বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছে। গতকাল রাতে এ মামলাটি দায়ের হয়েছে বলে জানা যায়।
গত বুধবার চট্টগ্রাম বন্দর থেকে ২১ হাজার টাকা ভাড়া চুক্তিতে আল মোস্তফা কোম্পানির কাঁচামাল নিয়ে সোনারগাঁ আসেন ড্রাইভার মামুন ও হেলপার শহিদ। মেঘনা শিল্পনগরীর ঐ ফ্যক্টরিতে মাল খালাস হওয়ার পর শ্রমিকরা তাদের ভাড়ার টাকা চাইলে কোম্পানির লোকজন জানায় মাল কম এসেছে অভিযোগ এনে তাদের ভাড়া না দিয়ে রশি দিয়ে কারখানার ভেতর খামের সাথে বেঁধে রাখে। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারের খোঁজ না পেয়ে চালকের এক আত্মীয় আলী হোসেন আল মোস্তফা গ্রুপে এসে জানতে পারে মাল কম দেয়ার অভিযোগ এনে গাড়ীর চালক ও হেলপারকে আটক করেছে। পরে চালকের আত্মীয় আলি হোসেন পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ আল মোস্তফা গ্রুপের ভেতর থেকে ২ শ্রমিককে উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মোস্তফা গ্রুপের চেয়ারম্যান আল মোস্তফার ছোট ভাই ইকবালসহ আরো ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
পরিবহন শ্রমিকরা জানায়, তাদের ভাড়ার টাকা না পেলেও বন্দি দশা থেকে মুক্তি পেয়ে তারা খুশি। তবে গাড়িতে পন্য কম হয়েছে মর্মে কোম্পানির অভিযোগটি মিথ্যা। তাদেরকে মিথ্যা অভিযোগে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এ ব্যাপারে আল- মোস্তফা গ্রুপের চেয়ারম্যান আবু জাফর ইকবালের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, গাড়ীর চালক ও হেলপারকে ৬ দিন ধরে আটকে রেখে নির্যাতন করার অপরাধে আল- মোস্তফা গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত শ্রমিককে উদ্ধার করা হয়েছে।