মোঃনুর নবী জনিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজলায় বারদি ইউনিয়নের আলগিরচর এলাকায় আবদুলের ছেলে ইদ্রিস আলী ওরফে ইদ্দি (৪০) নামে এক লম্পট একই গ্রামের ৩বছরের এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে আলগিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষিতা শিশুটিকে আহত অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকালই সন্ধ্যায় ধর্ষিতা শিশুর মা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আমি ধর্ষিতা শিশুর মায়ের মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এদিকে ঘটনাস্থল থেকে উপ-পরিদর্শক মো. তাহিদ উল্লাহ বলেন, ধর্ষক লম্পট ইদ্রিস আলী ওরফে ইদ্দি এ ঘটনার পর থেকেই সে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।