সোনারগাঁ প্রতিনিধি: যৌন নির্যাতন ও জামায়াতী সংশ্লিষ্টতার অভিযোগে কেয়ারটেকার শাহাদাত আমিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিঅভিযোগের তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহা.জাকির হোসাইন। তিনি আরও জানান সারা দেশে ফাঁদ তৈরি করা করছে। এরা ইসলামিক ফাউন্ডেশনের কেউ না তারা শুধু মাত্র সম্মানি পায়।
অপর দিকে ২৯ আগস্ট সোনারগাঁয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এক বিশেষ সভায় কেয়ারটেকার শাহাদাত আমিনের বিরুদ্ধে যৌন নির্যাতনকারী ও জামায়াতী সংশ্লিষ্টতার কারনে এক সাথে চাকুরি করতে ১৪৭ জন শিক্ষক ¯^া¶র করে আনিহা প্রকাশ করেন।
সভায় শাহাদাত আমিনের বিরুদ্ধে যে সকল অভিযোগ গুলো উপস্থাপন করা হয়েছে। তা হল কেন্দ্র পরিদর্শনের নামে শিক্ষকদের কাছে টাকা দাবি। টাকা না দিলে কেন্দ্র বদলের হুমকি। নারী শিক্ষিকাদের চাকরীর প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি। শিক্ষিকাদের চাকুরী থেকে অব্যাহতির ভয়ভীতি প্রদর্শন করা। তাদের শ্লীলতাহানী করাসহ আরও অভিযোগ রয়েছে। উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রায় ১৪৭ জন শিক্ষকের ¯^াক্ষরে এই তথ্য নিশ্চিত করেন।
আরও জানা যায়, কেন্দ্র পরিদর্শনের সময় গাড়ি ভাড়ার জন্য শিক্ষকদের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ টাকা করে সে উৎকোচ নেন। কেন্দ্র দেওয়ার নাম করে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়েও নেয়।