মোঃ নুর নবী জনিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধিন সনমান্দী ইউনিয়নের মারবদী এলাকায় স্বামী এবং শশুরবাড়ীর লোকজনের নির্যাতনে মানসুরা(২৪) নামের এক সন্তানের জননীর নির্মম হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার দূপুর ৩ টায় নিহত মানসুরার লাশ উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ।নিহত গৃহবধূ মানসুরার স্বামী মারবদী এলাকার নজরুল মিয়ার ছেলে সফিকুল ইসলাম।
নিহত মানসুরার বাবা মুজিবুর মিয়া এবং তার পরিবারের দাবী মানসুরাকে তার স্বামী শফিকুল ইসলাম এবং শশুর বাড়ীর লোকজন হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়েছে।ঘটনার পর থেকেই স্বামীসহ শশুরবাড়ীর সবাই পলাতক রয়েছে।নিহত মানসুরা একই উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকার মুজিবুর মিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে,নিহত মানসুরার সাথে তার স্বামী এবং শশুর বাড়ীর লোকজনের সাথে প্রায় সময় ঝগড়া হতো। বেলা১১ টার দিকেও ঝগড়া হয়।ঝগড়ার সময়ই মানসুরাকে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখে সবাই পালিয়ে গেছে বলে দাবী নিহতের পরিবারের।
সোনারগাঁ থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই) রুস্তম আলী বলেন,গৃবধুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করেছি।তবে নিহত মানসুরার স্বামী অথবা শশুর বাড়ীর কাউকে পাওয়া যায়নি।নিহত মানসুরার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মানসুরার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান,নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।