বন্দর হতে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

507

সময়ের চিন্তা ডট কমঃ র্যা ব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে ১৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করে। র্যা ব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃক্সখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যা ব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র্যা ব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ সেপ্টেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দে দুপুরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কামতলা এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যা ব-১১ এর অভিযানে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাহাবউদ্দিন(২৮) ও ২। মোঃ সামসুদ্দিন(৩০)’দেরকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় মোঃ সাহাবউদ্দিন ও মোঃ সামসুদ্দিন এর বাড়ি নারায়ণগঞ্জের জেলার বন্দর থানাধীন চিড়াইপাড়া এলাকায়। তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আরো জানা যায় যে, আটককৃত সাহাবউদ্দিন ও সামসুদ্দিন সহোদর। পেশায় সামসুদ্দিন একজন গাড়ী চালক ও সাহাবউদ্দিন একজন গার্মেন্টস শ্রমিক। উক্ত পেশার আড়ালে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।