বন্দর ইউএনওকে বিদায় সংবর্ধনা

460

বন্দর প্রতিনিধিঃ সদ্য বিদায়ী বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা পদোন্নতি পাওয়া কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পিন্টু বেপারীকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে মিডিয়া ভিশন কালচারাল একাডেমি । বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন মিডিয়া ভিশন কালচারাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ সেন্টু, পরিচালক সোনিয়া আহমেদ,দৈনিক সোজাসাপটা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফুল ইসলাম, ভোরের সমাচার পত্রিকার ফটো সাংবাদিক শাকির আহমেদ বাপ্পী,অগ্রবাণী প্রতিদিন পত্রিকার নিজ¯^ প্রতিবেদক শাহরিয়ার প্রধাণ ইমন, ফটো সাংবাদিক ইমদাদুল হক মিলন,সাইদুর রহমান,মিডিয়া ভিশন কালচারাল একাডেমির সদস্য খালেদ সাইফুল¬াহ, ইঞ্জিনিয়ার ওবায়দুল হক আরিফ,রবিউল আউয়াল রবি, শেখ ফাতেমা প্রমূখ।