বন্দর প্রতিনিধিঃ বন্দরে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাষ্টার(৭২) আর নেই। ইন্নালিল্লাহি ……রাজিউন। গত বুধবার ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টায় ঢাকা হলি ফ্যামেলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ মেয়ে ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বীরমুক্তিযোদ্ধা নুর“ল ইসলাম মাষ্টার ধামগড় ইউনিয়নস্থ জাঙ্গাল এলাকার মৃত ধনু মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টায় জাঙ্গাল মাদ্রাসা ঈদগাঁ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বন্দর উপজেলা সদ্য বিদায়ী নির্বাহী অফিসার পিন্টু বেপারী এ রাষ্ট্রীয় মর্যাদা দেন।
এ সময় জানাজায় অংশ নেন বন্দর থানা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,ধামগড় ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ, বন্দর থানা আ’লীগের যুগ্ম সম্পাদক শাহাজামাল, বন্দর থানা যুবলীগের সাধারন সম্পাদক খন্দকার হাতেম হোসাইন,থানা আ’লীগনেতা আজিজুল হক আজিজ,বদিউজ্জামান,জহির“র হক মোল¬া,আলী হোসেন দেওয়ান,হান্নান মাস্টার,মিরহোসেন প্রমূখ।