সময়ের চিন্তা ডট কমঃ উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার বিপিএম ও পিপিএম ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ায় রমনা মডেল থানা কমিউনিটি পুলিশ ও স্টামফোর্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে নিরন্তর ভালবাসায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার সন্ধায় রাজধানীর রাজমনি ঈশাখাঁ হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্টামফোর্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান ও স্টামফোর্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর সেলিনা আক্তারসহ রমনা মডেল থানার সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়।
অভিনন্দিত পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।