সময়ের চিন্তা ডট কমঃ বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। রবিবার বিকালে উপজেলার হামেরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ঢেলে সাজিয়ে তুলতে পরিশ্রম করছেন। আমি শিক্ষকদের প্রতি আহ্বান করব আপনারা সকলে নিজ সন্তানের মত যত্ন দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার বিষয়ে লক্ষ্য রাখবেন।
হামেরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, জেলা পরিষদের সদস্য ও হামেরদী ইউপি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী।