রোহিঙ্গা ইস্যু সমাধান জরুরী : মোমিন মেহেদী

485

সময়ের চিন্তা ডট কমঃনতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রোহিঙ্গা ইস্যু সমাধান জরুরী। দ্রুত সময়ের মধ্যে যদি সমাধান না করা হয়; তাহলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ; যা কারোই কাম্য নয়। আর তাই নতুন প্রজন্মের পক্ষ থেকে, সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধতায় জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ে আমাদের ইমেইল বার্তা পৌছিয়ে সমাধানের দাবী জানাবো।

তিনি ‘রোহিঙ্গা ইস্যু সমাধনে নতুন প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। ৪ সেপ্টেম্বর ফটো সাংবাদিক মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক মেম্বার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী লিটন, ভাইস চেয়ারম্যান চন্দন চন্দ্র চয়ন, সহ-সংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা প্রমুখ বক্তব্য  রাখেন