সময়ের চিন্তা ডট কমঃ রাঙামাটি শহরে তবলছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুজন ইয়াবা কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটকরা হলেন- তবলছড়ি মাস্টার কলোনির নয়ন সরকার ও কাতালতলির হৃদয় দাশ। এসময় তাদের কাছে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। রাঙামাটি ডিবি পুলিশের ওসি হুমায়ন কবির আটকের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ‘আটক দুজনই ইয়াবা সেবী ও ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।’
তিনি বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি সজলের সহযোগীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’
ডিবি পুলিশ সূত্র জানায়, পুলিশের কাছে তথ্য আসে আটক দুজন ইয়াবা নিয়ে তবলছড়ি বাজারের পাশে ক্রেতার জন্য অপেক্ষা করছে। এ খবরে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।