৭১৯ ক্যান বিয়ারসহ মাদকবিক্রেতা মোক্তার হোসেন  গ্রেফতার

395

ফাতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে ৭১৯ ক্যান বিয়ারসহ মোক্তার হোসেন (৪৮) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নারায়ণগঞ্জ শহরের তামাকপট্টি এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে মোক্তার। এ তথ্য জানিয়েছেন জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। তাছাড়া এলাকাবাসী জানায়, নান্নু মিয়ার ছেলে মোক্তার দীর্ঘদীন যাবত মাদক ব্যবসায় জড়িত রয়েছে এবং তার পিছনে রয়েছে বড় হোতা।

কামরুল ইসলাম আরও জানান, শুক্রবার ৩০শে আগস্ট দিবাগত রাতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি প্রাইভেটকা যার নাম্বার (ঢাকা মেট্রো-গ- ৯৮৫৮) তল্লাশি চালালে ৭১৯ ক্যান বিয়ার পাওয়া যায়। পরে সুত্রমতে মাদক বিক্রেতা মোক্তারকে গ্রেফতার করা হয়।