সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

439

 

নবী জনিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে  উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন নিয়ে দোয়া মোনাজাত ও কেককাটা হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।কেক কাটা শেষে আওয়ামী লীগ নেতারা একে অপরকে কেক খাইয়ে দেন।

এছাড়া দোয়া মোনাজাত ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ বাদশা,জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি,মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিবলু,সন্মানদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,সোনারঁগা উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি আজিজুল ইসলাম মুকুল,নারায়ণগন্জ জেলা তাতীলীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল,জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এবং কাচঁপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি হাজী আঃমান্নান মেম্বার,উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,নয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু,সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান,আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান সামসু,মোস্তফা কামাল নিলু,সন্মানদী ইউনিয়নের  আওয়ামীলীগ নেতা খোরশেদ মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাংঙ্গঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়,যুবলীগের থানা সাংঙ্গঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ,উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী তানভীর,সজীব ওয়াজেদ জয় পরিষদ উপজেলা সভাপতি নুর হোসেনসহ প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ কয়েক হাজার নেতাকর্মী  উপস্থিত  ছিলেন।