বন্দর প্রতিনিধিঃ বন্দরে আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার।
এ সময় সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান,বন্দর থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) আজহারুল ইসলাম,উপজেলা প্রানিসম্পদ অফিসার ফারুক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আব্দুল কাদের, এ উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার,বন্দর ইউনিয়ন চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুস সালাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে বন্দর ইউএনও বাল্যবিবাহ বন্ধে ও ইফটিজিং রোধে কার্যত ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন।