বন্দর প্রতিনিধিঃ বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধাণমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ সেপ্টেম্বর) রাতে থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ বুর“ন্দি এলাকয় এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন সাবেক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মিশুক, ইউনিয়ন সাবেক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা হাজীজাকির হোসেন, হাজী কবির হোসেন, হাজী শারজাহান ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, কৃষকলীগ নেতা আব্দুসসালাম, আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম মুন্সি, যুবলীগ নেতা মোঃ র“বেল, ছাত্রলীগ নেতা শাওন মনি প্রমূখ।