বন্দরে কুটিরশিল্প বিষযয়ক প্রামাণ্য চিত্রগ্রহণ সম্পন্ন

385

বন্দর প্রতিনিধিঃ বন্দরে যুব উন্নয়ণ অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ঋণ নিয়ে যারা সফল আত্ম কর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের নিয়ে প্রামাণ্য চিত্রের চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে। ১২ অক্টোবর শনিবার সকালে বন্দর থানাধীন সোনাকান্দা এলাকায় কুটির শিল্প মহিলা ও শিশু কল্যাণ সংস্থা কার্যালয় চিত্রগ্রহণ সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা মনিরুজ্জামান,প্রামাণ্যচিত্রের পরিচালক মোঃ ইমরান হোসেন,বন্দর কুটিরশিল্প মহিলা ও শিশু কল্যাণ সংস্থা সভানেত্রী সালমা চৌধুরী পাপিয়া ও প্রশিক্ষণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সানজিদা বেগম,রোকসানা বেগম, শিরিন বেগম,জহুরা প্রমুখ।