****************কবিতা:”মা”***************
এই দিনে তুমি এসেছ এই ধরাতে
ধন্য মোরা তোমায় পেয়ে
আজ মোরা ভরপুর খুশি আর
আবেগেতে।
তুমি মোদের দেখিয়েছ পথ
এ জাতি পেয়েছে অনেক
চলে তোমার দেখান রথে।
আজ মোরা ধন্য, মা গো।
এই দিন মোদের মাতার জন্ম
গাছে গাছে ফুল, পাখির
কন্ঠে গান, স্বাধীন এ দেশ
সকলই ধন্য, আজ তোমারই
জন্য।
তুমিই নারী জাতির বল , জাতির পিতার আশার বাতি
মহিষী তুমি, মোদের মাতা
অসময়ে ধরেছ এ দশের হাল।
হারিয়েছ পিতা, হারিয়েছ মাতা কত না আত্মীয়
মোরা আঠারো কোটি জনগণ পারব না দিতে তুমি হারিছ যা তবে হয়েছি তোমার পরমাত্মীয়।
পরশমণি, বিদ্যালঙ্কারী, বুদ্ধিমতি দেশ শাসক তুমি
ভালোবাসি তোমার ,আমার ,মোদের জন্মভূমি।
ধন্য তোমার মাতা তোমায় জন্ম দিয়ে
তোমার সময়ের নৌকায় চড়ে যাচ্ছি মোরা এগিয়ে।
তুচ্ছ মোর কবিতা তোমারই মহিমার কাছে
তবুও তুলছি ধরে মোর আবেগ যত আছে।
যুগে যুগে কতনা শাসক আসে
সময়ের সাথে হয় তা বিলীন
যত দিন রবে এ দেশ তত দিন যেন বাংলার হাসু মা হাসে।
তোমার মুখের হাসি মাগো বড় যে ভালোবাসি
এগিয়ে যাও মোদের নিয়ে দোয়া করি এই দেশ- বাসি।