স্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোডস্থ হাজী আহসান উল্লাহ বাণিজ্যিক কমপ্লেক্স এর নব নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের তয় তলায় চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাজী আব্দুল আউয়াল। আয়োজিত অনুষ্ঠানে মার্কেটটির সকল ব্যবসায়ী ও কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় নিয়েও আলোচনা করেন। প্রায় কয়েকশত ব্যবসায়ীকে মাদক, সন্ত্রাস ও সুদ থেকে দুরে থাকার শপথ করান আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে তিন বছর মেয়াদী নতুন কমিটির ঘোষনা দেন কমপ্লেক্স এর চেয়ারম্যানসহ আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শেষে র্যাফেল ড্রর মাধ্যেমে দশজন বিজয়ীর মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিরা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ হবুল, হাজী আহসান উল্লাহ বাণিজ্যিক কমপ্লেক্স এর নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব একেএম শফিকুর রহমান হারুন, নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জিয়াউল হক, আলহাজ্ব মো: পিয়ার আলী মেম্বার, আলহাজ্ব গোলাপ মেম্বার, আলহাজ্ব মীর জাহাঙ্গীর হোসেন, শাহীন আহসান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল হোসেন, মো: আব্দুল হাই, আলহাজ্ব আব্দুর রহিম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন সরকার, সহ-সাংগঠনিক মো: জালাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া, কোষাধ্যক্ষ নেছার উদ্দিন প্রমুখ।