বন্দর প্রতিনিধিঃ বন্দরে “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী ” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে র্যালিটি বন্দর উপজেলা চত্ত্বর হতে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহোযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর কৃষি অফিসার ফারহানা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা অফিস সুপার মোহাম্মদ ফাহিম প্রমুখ।