বন্দরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

372

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে বন্দর থানাধীন কল্যান্দী এলাকায় অবস্থিত স্কুলটির হলর“মে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের এ সভা আয়োজন করা হয়৷ এসময় শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযুদ্ধ ও এর ইতিহাস এবং বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেন। জবাবে উপস্থিত মুক্তিযুদ্ধারা শিক্ষার্থীদের  বঙ্গবন্ধু ও স্বাধিনতার ইতিহাস বিশদভাবে ব্যাখ্যা করেন। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহেনশাহ, বীর মুক্তিযোদ্ধা নুর“ল আমিন, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আখিল উদ্দিন প্রধান,মোঃ শাহিন মিয়া, জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।