নাট্য পরিচালক ও সাংবাদিক সেন্টুর জন্মবার্ষিকী পালিত

409

 

বন্দর প্রতিনিধিঃ বন্দরে নাট্য পরিচালক ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯অক্টোবর) সন্ধ্যায় বন্দর র‍্যালী আবাসিক এলাকায় সেন্টুর বাসবভনে তার সহকর্মী এ দোয়ার আয়োজন করেন।দোয়ায় অংশ নেন, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার“ল হক, দৈনিক সোজাসাপটা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফুল ইসলাম,ভোরের সমাচার পত্রিকার ফটো সাংবাদিক শাকির আহমেদ বাপ্পী ও অগ্রবাণী প্রতিদিন পত্রিকার নিজেস্ব প্রতিবেদক শাহরিয়ার প্রধাণ ইমন। নারায়ণগঞ্জ জেলা যুবশ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ,সাব্বির আহমেদ সেন্টুর সহধর্মিণী সোনিয়া আক্তার প্রমূখ। দোয়া পরিচালনা করেন দক্ষিণ কলাবাগ জামে মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান সিদ্দিকী।