দোয়ারাবাজারে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

354

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের জিয়াপুর গ্রামে বিদ্যুৎ সঞ্চালনের লাইন নির্মাণের কাজের অজুহাতে মহব্বত পুর বাজার হইতে বোগলাবাজার সড়কের কমপক্ষে ৩/৪টি গাছকাটার অভিযোগ উঠেছে স্থানীয় উপজেলা আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে। রবিবার সকালে গাছগুলো কাটা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসী বলেন ইউপি চেয়ারম্যান ও ইউএনও স্যার দেখাশোনা করেন রাস্থার গাছ গুলো।দোয়ারাবাজার উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে উপজেলা  আওয়ামী লীগ নেতা আব্দুল হাই বিলাতের বিরুদ্ধে স্থানীয়

সাংসদ সদস্য প্রভাব কাটিয়ে গাছ কাটার অভিযোগ উঠেছে।সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদের নিকট বিষয়টি জানতে চাইলে মোবাইল ফোনে বারবার যোগাযোগের করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

এ প্রসঙ্গে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন,গাছ কাটার বিষয়টা আমার জানা নেই।যদি লিখিত অভিযোগ আমার হাতে আসে আমি বিষয়টি খতিয়ে দেখব।