মানব কল্যাণ সংগঠন (আন্তর্জাতিক শাখার) কমিটির আত্মপ্রকাশ সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক শিমুল

461

সুনামগঞ্জ প্রতিনিধিঃদোয়ারাবাজার উপজেলা প্রবাসীদের নিয়ে প্রবাসে দোয়ারাবাজার উপজেলা মানব কল্যাণ সংগঠনের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বুধবার রাত ১২ ঘটিকায় সামাজিক যোগাযোগ মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিষ্টার জালালউদ্দিন(লন্ডন প্রবাসী) সম্মানিত উপদেষ্টা সোহেল সিরাজ,আবুল হাসনাত,জসীম উদ্দিন,হুমায়ুন  কবির,মামুনুর রশিদ,দেলোয়ার হোসেন রনি,জুবায়ের আহমদ,ফজলুল কাদির,বেলাল আহমদ,তারেক আহমদ সৈয়দ,সহিদ ওয়াছির,রেজাউল করিম,অপু দেব রায়,মহিউদ্দিন,শামসুল হোক,সুরুজ আলী,আমির হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রবাসে দোয়ারাবাজার উপজেলা মানব কল্যাণ সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন তালুকদার(সৌদি) ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিমুল(গ্রীস)কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি শাহজান কবির(কাতার)সহ সভাপতি আলী হোসেন(ইউ,এ,ই) এরশাদুল হোক লাল(সৌদি) ফারুক(ফ্রান্স) সফিক মিয়া(ইতালি)সুজন আলী(ইউ,কে)মালেক(ফ্রান্স) আব্দুল কুদ্দুস(সৌদি) যুগল চন্দ্র নাথ(ওমান)মিনহাজ উদ্দিন খাঁন(ইউ,কে) আঃরাজ্জাক (ওমান)আঃ কাদির (সৌদি)
আবুল কাসেম(সৌদি) সবুজ আহমেদ(কাতার) সিদ্দিকুর রহমান(মালয়েশিয়া) ইসমাইল সিরাজী(ইউ,এ,ই) নুরুল হক(সৌদি) আনিসুর রহমান(ওমান)মামুন আল আব্দুল্লাহ(মালেশিয়া)সুয়েব আফজাল(ওমান)মিজানুর রহমান মিজান(ওমান)সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান পায়েল(লাইবেরিয়া) কমল(ইতালি) সাব্বির(ইউ,কে)ওমর ফারুক(পর্তুগাল)হুসেন আলী(ওমান)রাসেল আকন্দ(মালেশিয়া)তৈয়বুর রহমান (ফ্রান্স)ওয়াসিম আহমদ(ওমান)কামরুল হাসান(সৌদি)সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুন(ওমান)দেলোয়ার হোসেন(সৌদি) কামাল(গ্রীস)চয়ন(ফ্রান্স)সুমন(সৌদি)রনি(ওমান)ফুল মিয়া(তুরস্ক)আহমদ হোসেন(সৌদি)দেলোয়ার হোসেন(ফ্রান্স)সুমন হায়দার(মালেশিয়া)শাহ আলম(সৌদি) প্রচা সম্পাদক জুবায়ের আকন্দ(মালেশিয়া)রুবেল মিয়া(ওমান)ইফতেকার আহমেদ ইফতি(ওমান) আঃরহিম(সৌদি)অর্থ সম্পাদক আবু বক্কর মামুন(সৌদি)আল আমিন(মালেশিয়া)দপ্তর সম্পাদক সুজন আহমেদ হাসান(গ্রীস)ফারুক আহমেদ(কুয়েত)শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল হাসান(ওমান)মখদ্দছ আলী(সৌদি) ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক আনহার হোসেন ইমন(ইউ,কে)এখন আহমেদ তারেক(সৌদি)ওয়াসিম(ওমান)কৃষি ও সমবায় সম্পাদক মুজিবুর রহমান(কুয়েত)তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদ (পর্তুগাল) আইন সম্পাদক মুহাম্মদ আলী(ব্রনাই) ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম(ওমান)দুর্যোগ ও ত্রান সম্পাদক রাকিব মিয়া(সৌদি)শাকিল মিয়া(ইতালি)
এছাড়াও কার্যকারী সদস্য জাকির হোসেন(সৌদি) সাদী খাঁন(ইউ,এ,ই) আবুল কালাম(গ্রীস) আংগুর মিয়া(মালেশিয়া) আলমগীর হোসেন(ওমান) বাহার উদ্দিন(ইউ,এ,ই) প্রমূখ।