ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন

267

এনামুল কবির মুন্না :জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সুনামগঞ্জ  জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১অক্টোবর)  বিকেলে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক ও সিইও অমীয় প্রাপণ চক্রবর্তী স্বাক্ষরিত সুনামগঞ্জ  জেলা আহবায়ক কমিটি  রণধীর তালুকদার কে আহবায়ক ও পাভেল আহমদ কে যুন্ম আহবায়ক  করে  ৩১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।সম্মেলন হওয়ার আগ পর্যস্ত কমিটি বহাল থাকবে।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক রিয়াদ আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মংগল সিনহা, যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ, যুগ্ম আহবায়ক নিতিশ রঞ্জন দাশ,যুগ্ম আহবায়কমাসুম আহমেদ,যুগ্ম আহবায়কতৌহিদুল আহমেদ খা,যুগ্ম আহবায়ক রাজিব কান্তি দাশ,যুগ্ম আহবায়কজালাল উদ্দীন সরকার,সদস্য কামরান গনি, শাহনেওয়াজ,  আহমেদ সোহাগ, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ফারুক মিয়া, একরাম চৌধুরী, আবুল হাসনাত বেলাল, নাঈম ইসলাম,শামসুন নাহার শিলা, সাহেদা আক্তার, শতাব্দী দাশ, আরিয়ান আহমেদ সাগর, হাবিব মিয়া,আব্দুল হালিম,মুরাদ আহমেদ, রাজু দেবনাথ, ইমরান খান রাজু, সোনিয়া আক্তার,জাহাঙ্গীর আলম।

নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।