নিজস্ব প্রতিনিধিঃ নারায়নগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ট্রেন থেকে পড়ে গিয়ে গলা কাটা পড়েছে এক অজ্ঞাত যুবকের। এ ঘটনায় যুবকের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। ৫ই নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা ২০মিনিটে নারায়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটির দরজা ধরে দাড়িয়ে ছিল যুবকটি। হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে ট্রেন থেকে ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে এই যুবকের মাথা । বেলা সাড়ে ১২টার দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ানগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, এই যুবকের পকেট থেকে গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে মাদকাসক্ত অবস্থায় ছিল যুবকটি। তবে তার কোন পরিচয় জানাতে পারেনি স্থানীয়রা।