এনামুল কবির মুন্না প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগনরায়ের গাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার কন্যা অদম্য মেধাবী বড়খাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ঝরনা আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)তে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিতে দোয়ারবাজারের অধম্য মেধাবী পিতৃহীন ঝরণা আক্তারের ভর্তির দায়িত্ব নিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক দৈন্যদশার কারণে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেও লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়লে মেধাবী ঝরণা আক্তার।গত(১নভেম্বর)তাকে নিয়ে দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন,দৈনিক সিলেটের দিন কাল,দৈনিক নয়া যুগান্তর,অনলাইন,সিল নিউজ বিডি,আন্দোলন৭১,সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম,আজকের মেইল,অধিকারসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী দৃষ্টিগোচর হলে ঝরণার ভর্তির ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
আজ বুধবার(৬ নভেম্বর) শামীম আহমদ চৌধুরীর ছাতকের নিজ বাসা থেকে ঝর্ণারসহ পরিবারের হাতে ভর্তির টাকা তুলে দেন শামীম আহমদ চৌধুরী।এসময় ঝর্ণার মা মনোয়ারা বেগম বলেন আমি শামীম আহমদ চৌধুরীর কাছে চিরকৃতজ্ঞ আমার মেয়েকে অনেক সংগঠন ও ব্যক্তিরা ফোনে ছেলের কাছে আশ্বাস প্রদান করেন,কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি।গত ৪ নভেম্বর রাতে আমার ছেলে মোবাইল ফোনে যোগাযোগ করে আমাদের কে আশ্বস্ত করে ছিলেন।আজ আমার পরিবারের পাশে শামীম আহমদ চৌধুরী দাড়িয়েছেন এজন্য আমার পরিবার শামীম আহমদ চৌধুরীর কাছে চির কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে দোয়া করি শামীম আহমদ চৌধুরীর মত নেতাকে গরিব মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দান করেন।
এসময় ঝর্ণার পরিবার অভিযোগ করে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় আমার পাশে দাঁড়িয়েছেন বলে এমন সংবাদ প্রচার করেছে আমি তাদের প্রতি নিন্দা জানাচ্ছি আমার পাশে একমাত্র শামীম আহমদ চৌধুরী ছাড়া আর কেউ দাঁড়াননি আমি দোয়া করি শামীম আহমদ চৌধুরীর জন্য।এসময় শামীম আহমদ চৌধুরী বলেন আমি আমার সাধ্যমত ঝর্ণানার লেখা পড়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও সুরমা ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম আর্মি ও ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল আহমদ,বাংলাবাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাঃআব্দুস সামাদ প্রমূখ।