মসজিদ বা মন্দির ভাঙ্গার রাজনীতি চাই না -মোমিন মেহেদী

401

সময়ের চিন্তা ডট কমঃনতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাবরী মসজিদ বা শিব মন্দির ভাঙ্গার রাজনীতি চাই না। নতুন প্রজন্মের রাজনীতিকরা গড়ার রাজনীতিতে বিশ্বাসী, সারাদেশতো অবশ্যই, সারা বিশ্বে সেই সৃষ্টির রাজনীতি ছড়িয়ে দিতে প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে চলছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিকধারা-নতুনধারা বাংলাদেশ এনডিবি। পাশাপাশি স্বাধীনতা-স্বাধীকার আর স্বৈরাচারের রাজনীতিকেও ‘না’ বলতে তৈরি তারা। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ১০ নভেম্বর বেলা ১১ টায় শাহবাগস্থ বিএস একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘ভাঙ্গা  গড়ার রাজনীতি বনাম নতুনধারা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বলেন, নূর হোসেন-এর পথ ধরে যেভাবে বাংলাদেশে সাহসের রাজনীতির  চর্চা শুরু হয়েছিলো সেভাবে বারবার কোন কোন নূর হোসেন আসতেই থাকবে আর স্বৈরাচার-জুয়া-দুর্নীতির কারবার বন্ধ হতেই থাকবে। জাতীয় ধর্মধারার সহ-সভাপতি ড. মওলানা নূর নবী হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার শওকত আহসান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক ডা. শেফা আজাদ প্রমুখ।